কোন অবিশ্বাস্য ঘটনা শুনলেই সেগুলোকে গল্প-সিনেমার কাহিনী বলে উড়িয়ে দেয়ার স্বভাব আছে । এই গল্পটি আমার নিজের আমি একজন বেকার ছিলাম। নিজের হাত খরচার টাকা আমার মা-বাবার কাছ থেকে হাত পেতে নিতে হত। বা-মা বা আর কতই দেয়। একদিন ঠিক করলাম যে, আমি নিজে কিছু করব ঠিক করলাম আমি কম্পিউটার শিখে কিছু করব। কম্পিউটার কোর্সে ভর্তি হবার টাকা আমার কাছে ছিল না। মাত্র ২০০ শত টাকা দিয়ে ২০০১ সালে একটি কম্পিউটার প্রশিক্ষন প্রতিষ্ঠানে ভর্তি হলাম। প্রথমত আমি সেখানে প্রতিষ্ঠানে মালিকের বাসার অনেক কাজ করতাম তার পর আমাকে হয়তো তার ভাল লাগায় প্রতিষ্ঠানে দায়িত্ব অনেকটা আমাকে দিয়ে বসে। আমিও সত্যতার সহিত তাহার প্রতিষ্ঠানে কাজ করতে লাগলাম। এক পর্যায়ে আমাকে তিনি বিনা টাকায় কম্পিউটার শেখায়। আমি ও তাহার প্রতিষ্ঠানে কম্পিউটার শেখার আমাকে গর্বিত বোধ করি। তাই এখন আমি উদ্যোক্তার পদে অত্র ইউনিয়ন কাজ করে আমি আমার পরিবারের মুখে হাসি ফুটাতে পারছি। এখন আমি নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে ভাবতে ভাল লাগে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস