Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে --- ইউনিয়ন
এক নজরে রামপুর ইউনিয়ন পরিষদ। আমাদের ইউনিয়ন পরিষদ সম্পর্কে না জানা কিছু তথ্য:-

                      ► দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী বহুল জনপদ হলো ৩নং রামপুর ইউনিয়ন পরিষদ। আধুনিক ও ডিজিটাল নাগরিক সেবা প্রদানে দিনাজপুর জেলার মডেল ইউনিয়ন পরিষদ হচ্ছে রামপুর ইউনিয়ন পরিষদ।

► ইউনিয়নের নাম- ৩নং রামপুর ইউনিয়ন পরিষদ, পার্বতীপুর, দিনাজপুর।

► অবস্থানঃ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অন্তরায় রামপুর ইউনিয়ন পরিষদ।

►ওয়েব পোর্টালঃ https://rampurup.dinajpur.gov.bd

► ই-মেইলঃ rampuruisc@yahoo.com

 

►​পরিচিতি:

ইউনিয়নের সীমানা

:

ইউনিয়নের পূর্বদিকে ৭নং গোপিনাথপুর ইউপি, উপজেলা: বদরগঞ্জ, জেলা: রংপুর, পশ্চিমে ২নং মন্মথপুর ইউপি, উত্তরে ৪নং পলাশবাড়ী ইউপি এবং দক্ষিণে ১নং বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদ অবস্থিত।

স্থাপনকাল

:

১৯৬২ খ্রি:।

জেলা/থানা থেকে যোগাযোগ ব্যবস্থা

:

দিনাজপুর জেলা সদর হতে ৩৮ কিলোমিটার পাকা রাস্তা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পার্বতীপুর উপজেলা পরিষদ হইতে অটোভ্যান ও রিক্সা যোগে প্রায় ১.৫ কি: মি: দূরত্বে কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠের পাশে দিয়ে পাকা রাস্তায় গ্রাম্য পরিবেশে রামপুর ইউনিয়ন পরিষদ।

 

►পূর্ব পরিদর্শন:

পূর্ববর্তী ৩টি পরিদর্শনকারী কর্মকর্তার নাম ও পরিদর্শনের তারিখ

:

(১) জনাব তরফদার মাহমুদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর, দিনাজপুর। পরিদর্শনের তারিখ- ২৭/১২/২০১৭ খ্রি:। 

(২) জনাব কে এম তারিকুল ইসলাম, বিভাগীয় কমিশনার, রংপুর।

 পরিদর্শনের তারিখ- ২১/০৭/২০১৯ খ্রি:।

(৩) জনাব মো: রেহানুল হক, উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর, দিনাজপুর। পরিদর্শনের  তারিখ- ০৬/০৮/২০১৯ খ্রি:।

বিস্তারিত পরিদর্শন /ভিজিট কিনা

:

পরিদর্শন।

পরিদর্শনের প্রকৃতি (পূর্ব নির্ধারিত/ আকষ্মিক)

:

 

পূর্ব নির্ধারিত।

 

প্রতিবেদন চিহ্নিত

:

প্রতিবেদন পাওয়া গেছে।

কয়টি ত্রুটির উপর অনুবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়েছে

:

 

কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

ব্রডশীট জবাব প্রদানের তারিখ

:

ব্রডশীট জবাব প্রদান করা হয়নি।

 

►ইউনিয়ন পরিষদ পরিচিতি:

আয়তন

:

২৫.৬২ বর্গ কি:মি:।

লোকসংখ্যা

:

৩৫৬৩৪ জন।

গ্রামের সংখ্যা

:

৮ টি।

মৌজা সংখ্যা

:

৫ টি।

হাট/ বাজার সংখ্যা

:

৩ টি।

শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা:

 

 

 

কলেজ

মাদ্রাসা

নিম্ন মাধ্যমিক

মাধ্যমিক

প্রাথমিক

এতিমখানা

সরকারি

-

-

-

-

-

বেসরকারি

-

০৫

-

০৪

                   

 

শিক্ষার হার

:

৭০% ।

রাস্তা ও সড়কের পরিমাণ

:

কাচা রাস্তা ৮০ কিঃমিঃ এবং পাকা রাস্তা ৬২ কিঃমিঃ।

নলকূপের সংখ্যা

:

৪৩৫৫ টি।

জমির পরিমাণ (একরে)

:

৭৯৯০.৪৯ একর।

ঐতিহাসিক দর্শনীয় স্থানসমূহ

:

নেই।

►প্রশাসন সংক্রান্ত:-

 

ইউপি চেয়ারম্যানের নাম, কার্যকাল ও জীবনবৃত্তান্ত

:

জনাব মোঃ একরামুল হক, পিতা: মৃত ইসমাইল হোসেন, গ্রাম: খামার জগন্নাথপুর ডাঙ্গাপাড়া, ডাকঘর: পার্বতীপুর, উপজেলা: পার্বতীপুর জেলা: দিনাজপুর। তিনি প্যানেল চেয়ারম্যান হিসাবে গত ০৭/০৮/২০১৮ খ্রি: তারিখ হতে দায়িত্ব পালন করিয়া আসিতেছেন।

ইউপি ভবন/ ঘরের বিবরণ:

খতিয়ান ও দাগ নম্বর

:

 দাগ নং- ৮৯০১, খতিয়ান নং- ৯০৭।

অফিস আঙ্গিনায় জমির পরিমাণ

:

০.১১০০ একর।

আর কোন জমি বা সম্পত্তি আছে কি না

:

আছে।

ইউপি কার্যালয়ের প্রকৃতি ও কক্ষ সংখ্যা

:

০৫ কক্ষ বিশিষ্ট ইউপি ভবন।

নির্মাণ / মেরামতের তারিখ

:

২০১৯ খ্রিঃ।

 

►​বর্তমান পরিষদের বিবরণ:

নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য/ সদস্যাদের সম্পত্তির বিবরণ দাখিলের তারিখ

:

 

সম্পত্তির বিবরণ দাখিল করা হয়েছে।

শপথ গ্রহণের তারিখ

:

১০/০৮/২০১১ খ্রিঃ।

প্রথম সভার তারিখ

:

১৬/০৮/২০২১ খ্রিঃ।

নির্বাচিত ও চেয়ারম্যান/সদস্য /সদস্যাদের বিবরণ:

নাম ও পদবী

পরিষদের নবনির্বাচিত / পূনঃ নির্বাচিত

শিক্ষাগত

যোগ্যতা

জন্মতারিখ

ও বয়স

মন্তব্য

► মোঃ একরামুল হক

প্যানেল চেয়ারম্যান

এইচ, এস, সি

০২/০৮/১৯৬৭

--

► মোছা: জোসনারা বেগম, ইউপি সদস্যা

নির্বাচিত

এস,এস,সি

১২/০৩/১৯৬৭

--

► মোছাঃ মনিরা পারভীন, ইউপি সদস্যা

নির্বাচিত

এস,এস,সি

০৪/০৮/১৯৭৮

--

► মোছা: রেজিনা খাতুন, ইউপি সদস্যা

নির্বাচিত

বিএ

২৫/০৮/১৯৭৭

--

► মোঃ শফিকুল ইসলাম, ইউপি সদস্য

নির্বাচিত

পি,এস,সি

১০/০৫/১৯৬৯

--

► মোঃ আরশেদ আলী, ইউপি সদস্য

পুন:নির্বাচিত

এইচ,এস,সি

১৮/০৩/১৯৬৭

--

► মোঃ ওবায়দুল হক, ইউপি সদস্য

নির্বাচিত

এস,এস,সি

০১/০৫/১৯৬৭

--

► মোঃ আকতার হোসেন, ইউপি সদস্য

নির্বাচিত

বিএ

২০/০৯/১৯৭৬

--

►মো: আহসান হাবীব, ইউপি সদস্য

নির্বাচিত

এইচ,এস,সি

০৫/০৯/১৯৭৬

--

 

নাগরিক সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য

* সিটিজেন চার্টার:-

ক্র: নং

সেবার ধরন

কিভাবে সেবা পাওয়া জাবে

সেবামূল্য

কত সময় প্রয়োজন

কার সাথে

যোগাযোগ করতে হবে

নাগরিক ও চারিত্রিক সনদ

ইউনিয়নে বসবাকারী যে কোন নাগরিকের চাহিদা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে

ইউনিয়ন পরিষদ কর্তৃক নির্ধারিত নাম মাত্র মূলো/বিনামূল্যে 

চাহিবা মাত্র (অফিস চলাকালীন সময়ে)

ইউপি সচিব

জন্ম নিবন্ধন সনদ

নির্দিষ্ট ফরম পূরনের মাধ্যমে

০-১৮ বছর পযন্ত বিনামূল্যে এবং ১৮ বছরের উপরের উপরে হলে ৫০ টাকা সরকার কর্তৃক নির্ধারিতফি

সবোচ্চ ৭ (সাত) দিন

ইউপি সচিব

নবজাতক

নির্দিষ্ট ফরম পূরনসহ ইপিআই কার্ড প্রদর্শনের মাধ্যমে

বিনামূল্যে (জন্মের ৩০ দিনের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে অন্যথায় ইউপি কর্তৃক নির্ধারিত ফি

১-৫  দিন

ইউপি সচিব

মৃত্যু নিবন্ধন

নির্দিষ্ট ফরম পূরনের মাধ্যমে

বিনামূল্যে (মতৃ্যুর ৩০ দিনের  ভিতর নিবন্ধনের জন্য আবেদন করতে হবে)

১-৩ দিন

ইউপি সচিব

মৃত্যু নিবন্ধন সনদ

নির্দিষ্ট ফরম পূরনের মাধ্যমে

বিনামূল্যে

১-৩ দিন

ইউপি সচিব

ওয়ারিশন কায়েম সনদ

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/সংরক্ষিত সদস্যের মাধ্যমে আবেদন করতে হবে

বিনামূল্যে/ইউপি কর্তৃক নির্ধারিত মূল্যে

১-৭ দিন

ইউপি সচিব

বয়স্ক ভাতা

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/ ওয়ার্ড কমিটির কাছে আবেদন করতে হবে

৬৫ বছর থেকে  বিনামুল্যে

নির্দিষ্ট সময় সাপেক্ষে সমাজ কল্যাণ অধিদপ্তরের বরাদ্দ অনুযায়ী

সংশ্লিষ্ট ইউপি সদস্য

প্রতিবন্ধী ভাতা

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/সংরক্ষিত সদস্যের মাধ্যমে আবেদন করতে হবে

যে কোন বয়সের বিনামূল্যে

সংশ্লিষ্ট ইউপি সদস্য

বিধবা বা স্বামী পরিত্যক্ত ভাতা

সংশ্লিষ্ট সংরক্ষিত ওয়ার্ড সদস্য/ ওয়ার্ড কমিটির কাছে আবেদন করতে হবে

১৮-৬৫বছর বিনামূল্যে

নির্দিষ্ট সময় সাপেক্ষে মহিলা অধিদপ্তর এর বরাদ্দ অনুযায়ী

সংশ্লিষ্ট সংরক্ষিত আসনের সদস্য

ভিজিডি কর্মসচী

সংশ্লিষ্ট সংরক্ষিত ওয়ার্ড সদস্য/ ওয়ার্ড কমিটির কাছে আবেদন করতে হবে

১৮-৪৯ বছর বিনামূল্য

সংশ্লিষ্ট সংরক্ষিত আসনের সদস্য

ভিজিএফ কর্মসূচী

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/ ওয়ার্ড কমিটির কাছে আবেদন করতে হবে

বিনামূল্য

নির্দিষ্ট সময় সাপেক্ষে ত্রাণ মন্ত্রনালয়  এর বরাদ্দ অনুযায়ী

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/সংরক্ষিত ওয়ার্ড সদস্য

দারিদ্র কর্মসৃজন কর্মসূচী

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/ ওয়ার্ড কমিটির কাছে আবেদন করতে হবে

৪০/৬০ দিনের

নির্দিষ্ট সময় সাপেক্ষে ত্রাণ মন্ত্রনালয়  এর বরাদ্দ অনুযায়ী

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/সংরক্ষিত ওয়ার্ড সদস্য

রাস্তা-ঘাট পরিস্কার পরিচ্ছন্ন ও আবর্জনা অপসারণ

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/ ওয়ার্ড কমিটির কাছে আবেদন করতে হবে

বিনামূল্যে

প্রয়োজন সাপেক্ষে

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/সংরক্ষিত ওয়ার্ড সদস্য

পানিয় জলের ব্যবস্থা

চেয়ারম্যান/সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য সংরক্ষিত ওয়ার্ড  সদস্যের  মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-এর সহযোগিতায় 

বিনামূল্যে /সরকার কৃর্তক নিধারিত ফি জমা মূল্যে

প্রয়োজন সাপেক্ষে/ বরাদ্দ অনুযায়ী

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/সংরক্ষিত ওয়ার্ড সদস্য

ইউনিয়ন পরিষদ কর্তৃক টেন্ডারের মাধ্যমে গৃহীতপ্রকল্পের প্রাক্কলন

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/ ওয়ার্ড সদস্যের মাধ্যমে কাছে আবেদন করতে হবে

ইউনিয়ন পরিষদ কৃর্তক র্নিধারিত নাম মাত্র মূ্ল্যে  বিনামূল্যে

প্রয়োজন সাপেক্ষে

ইউপি সচিব

পল্লী অবকাঠামো উন্নয়ন সংরক্ষন ও রক্ষনাবেক্ষন

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/ ওয়ার্ড সদস্যের মাধ্যমে কাছে আবেদন করতে হবে

বিনামূল্যে

প্রয়োজন সাপেক্ষে

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/সংরক্ষিত ওয়ার্ড সদস্য

আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/ ওয়ার্ড সদস্যের মাধ্যমে কাছে আবেদন করতে হবে

বিনামূল্যে

প্রয়োজন সাপেক্ষে

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/সংরক্ষিত ওয়ার্ড সদস্য

শান্তি-শৃঙ্খলা রক্ষায় ও বিচারিক কাযর্ক্রম

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/ ওয়ার্ড সদস্যের মাধ্যমে কাছে আবেদন করতে হবে

বিনামূল্যে

প্রয়োজন সাপেক্ষে

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/সংরক্ষিত ওয়ার্ড সদস্য

বিধবা,এতিম,গরীব প্রতিবন্ধী বা দু:স্থদের তালিকা প্রদান

নির্দিষ্ট ফরম পুরনের মাধ্যমে

বিনামূল্যে /সরকার কৃর্তক নিধারিত ফি জমা মূল্যে

প্রয়োজন সাপেক্ষে

ইউপি সচিব

সরকারী উম্মক্ত জায়গা উদ্যান, খেলার মাঠ কবরস্থান, শশ্মান ঘাট সভাস্থানসহ অন্যান্য সম্পত্তি ব্যবহার

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/ সংরক্ষিত সদস্যের মাধ্যমে কাছে আবেদন করতে হবে

ইউনিয়ন পরিষদ কর্তৃক নির্ধারিত ফি

প্রয়োজন সাপেক্ষে

চেয়ারম্যান

জাতীয় পযায়ে যে কোন সরকারী নিদের্শনা বাস্তবায়ন

ইউনিয়ন পরিষদের মাধ্যমে

সরকার নির্দেশ মোতাবেক

প্রয়োজন সাপেক্ষে

ইউনিয়ন পরিষদ

পশু জবাই

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/ সংরক্ষিত সদস্যের মাধ্যমে কাছে আবেদন করতে হবে

ইউনিয়ন পরিষদ কৃর্তক র্নিধারিত ফি/  বিনামূল্যে

প্রয়োজন সাপেক্ষে

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/সংরক্ষিত ওয়ার্ড সদস্য

জনপথ,  রাজপথ ও সরকারী স্থানে অধিকার প্রবেশ রোধ ও উৎপাত বন্ধ

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/ সংরক্ষিত সদস্যের মাধ্যমে কাছে আবেদন করতে হবে

বিনামূল্যে

প্রয়োজন সাপেক্ষে

চেয়ারম্যান /সংশ্লিষ্ট ইউপি সদস্য

ভোটার তালিকা, জনসংখ্যা ও খানার পরিমাণ, শিক্ষার পরিমান, শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা, কৃষি ও অ-কৃষি জমির পরিমাণ, কাচা-পাকা রাস্তার পরিমাণ

নির্দিষ্ট ফরম পুরনের মাধ্যমে

ইউপি কর্তৃক নির্ধারিত মূল্যে

প্রয়োজন সাপেক্ষে

ইউপি সচিব

বিভিন্ন প্রকার প্রত্যয়ন পত্র যেমন- বিধবা, এতিম স্বামী  পরিত্যক্ত, অসহায় দু:স্থ ইত্যাদি

নির্দিষ্ট ফরম পুরনের মাধ্যমে

ইউপি কর্তৃক নির্ধারিত মূল্যে/বিনামূল্যে

১-৩ দিন

ইউপি সচিব

পরিবেশ সংরক্ষন যেমন- হাস-মুরগী, সৃমিল, রাইস মিল, মৎস খামার, ডেয়ারী ফার্ম ইত্যাদির প্রত্যায়ন পত্র

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/ সংরক্ষিত সদস্যের মাধ্যমে কাছে আবেদন করতে হবে

ইউপি কর্তৃক নির্ধারিত ফি

১-৩ দিন

ইউপি সচিব

স্বাস্থ্য সম্মত পায়খান

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/ সংরক্ষিত সদস্যের মাধ্যমে কাছে আবেদন করতে হবে

সরকারী নির্দেশনা অনুযায়ী

বাৎসরিক বরাদ্দ অনুযায়ী

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/ সংরক্ষিত ওয়ার্ড সদস্য

তথ্য প্রাপ্তি

নির্দিষ্ট ফরম পুরনের মাধ্যমে চেয়ারম্যানের বরাবর আবেদন করতে হবে

সরকারী নির্দেশনা অনুযায়ী ইউপি কর্তৃক নির্ধারিত ফি

১-৭ দিন

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/ সংরক্ষিত ওয়ার্ড সদস্য

নতুন বাড়ী, দালান নির্মাণ ও পুন:নির্মাণ

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/সংরক্ষিত ওয়ার্ড সদস্যের মাধ্যমে আবেদন করতে হবে

ইউপি কর্তৃক নির্ধারিত ফি

১-৭ দিন

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/ সংরক্ষিত ওয়ার্ড সদস্য

মাতৃত্বকালীন ভাতা

সংশ্লিষ্ট সংরক্ষিত  ওয়ার্ড সদস্যের মাধ্যমে আবেদন করতে হবে

বিনামূল্যে

 

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/ সংরক্ষিত ওয়ার্ড সদস্য

ট্রেড লাইসেন্স ও যানবাহন লাইসেন্স

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/সংরক্ষিত ওয়ার্ড সদস্যের মাধ্যমে আবেদন করতে হবে

ইউপি কর্তৃক নির্ধারিত ফি

 

ইউপি  সচিব

গ্রাম আদালত

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/সংরক্ষিত ওয়ার্ড সদস্যের মাধ্যমে আবেদন করতে হবে

ইউপি কর্তৃক/সরকার কর্তৃক নির্ধারিত ফি

চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত দিনা বা ৪৫ দিন

ইউপি  সচিব