Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ক্রীড়া সংগঠন

বাসুপাড়া উদয়ন সংঘ ক্রীড়া: ৩নং রামপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডে বাসুপাড়া গ্রামের বাসুপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে বাসুপাড়া উদয়ন সংঘ অবস্থান। প্রতি বছরে এখানে নানা প্রকার খেলা পরিচালিত হয়ে থাকে যেমন: মরহুম খতিবুর রহমান ফুটবল টুনামেন্ট , মন্ত্রী গোল কাব ফুটবল টুনামেন্ট।

জমিরহাট খেলোয়র স্পোটিং খেলোয়ার সংঘ:- পার্বতীপুর উপজেলাধীন ৩নং রামপুর ইউপি ৯নং ওয়ার্ডে জমিরহাটে উচ্চ বিদ্যালয়ের সাথে জমিরহাট স্পোটিং খেলোয়ার সংঘ অবস্থিত আছে। অত্র এলাকার মধ্যে এই সংগঠনটি নানা খেলা পরিচালনা করে আসছে তন্মমধ্যে মন্ত্রী গোল্ড কাব ফুটবল টুনামেন্ট উল্খ্যেযোগ্য।

ফকির বাজার খেলোয়ার সমিতি:- ৩নং রামপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডে ফকির বাজার নামক স্থানে অবস্থিত। সভাপতি মো: ফজলুর রহমান তাহার সভাপতিত্বে নানা ধরনের খেলা পরিচালনা হয়ে থাকে।

সরকারপাড়া খেলোয়ার কল্যান সমিতি:-৩নং রামপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে সরকারপাড়া গ্রামের পশু হাসপাতালের সামনে সরকারপাড়া খেলোয়াড় কল্যান সমিতি অবস্থান।

হুগলীপাড়া স্পোটিং ক্লাব:- ৩নং রামপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডে হুগলীপাড়া গ্রামের পূর্বে তিস্তা ব্যাবেজ দ্বিতীয় দ্বিতীয় প্রকল্পের ক্যানেলের পশ্চিম পার্বে হুগলীপাড়া স্পোটিং ক্লাবটি অবস্থিত। সভাপতি মো: ফিরোজ কবীর, পিতা: মোহাম্মদ বাবু সাং- হুগলীপাড়া, পার্বতীপুর, দিনাজপুর।