Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্তসমূহ
মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

অক্টোবার মাসের সভার সিদ্ধান্তসমূহ

১। বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন।

২। ইউনিয়ন আইনশৃঙ্খলা  বিষয়ক সভা

৩। উপজেলা খাদ্য বান্ধব কর্মসূচীর বাদপড়া ভোক্তাদের নামের তালিকা প্রসংঙ্গে ।

৪। ২০২২-২৩ অর্থ বছরে অতি দরিদ্র কর্মসূচীর আলোকে ১ম কিসিত্মর প্রকল্প দাখিল প্রসংঙ্গে ।

৫। ২০২২-২৩ অর্থ বছরের ১% ভূমি হসত্মামত্মর খাতের আলেকে প্রকল্প দাখিল প্রসংঙ্গে ।

৬ । বিবিধ                                                                                                                                   

 

অদ্য ৩০/১০/২০২২ খ্রিঃ রোজ রবিবার বেলা ১০.০০ ঘটিকার সময় অত্র ৩নং রামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ একরামুল হক সাহেবের এর সভাপতিত্বে সভার কাজ আরম্ভ করা গেল। সভা পরিচালনা করেন ইউপি সচিব জনাব  মো: মোজাহার আলী।

 

আলোচ্য নং-০১, বিগত সভার কার্য বিবরনী পাঠ করে শুনানো হলো । কোন প্রকার আপত্তি না থাকায় তাহা পাঠামেত্ম অনুমোদন করা হল ।

 

আলোচ্য নং-০২, ইউনিয়ন পরিষদের সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে আলোকপাত করা হয়। স্ব-স্ব ওয়ার্ডের ইউপি সদস্যগণ,কমিউনিটি পুলিশিং সদস্যগন ও গ্রাম পুলিশগণ তাহাদের ওয়ার্ডের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবহিত করেন । কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রম্নত ইউনিয়ন পরিষদকে অবহিত করার জন্য বলা হলো।

 

আলোচ্য নং-০৩, সভাপতি  সাহেব সকলের উদ্দেশ্যে অতি গুরম্নত্ব দিয়ে অত্র ইউপির বাদ পড়া উপজেলা খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ভোক্তাদের নামের তালিকা অনতিবিলম্বে প্রেরন করিতে হইবে বলিয়া মত পোষন করেন । অতপরঃ সকল আলোচনা ও পর্যালোচনাক্রমে স্ব-স্ব ওয়ার্ড হইতে ওয়ার্ড সদস্যদের মাধ্যমে সংশোধন করিয়া সংযুক্ত কাগজে ৫০টি নামের তালিকা সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহিত হয় । সভাপতি সাহেবকে উক্ত নামের তালিকা উর্দ্ধতন কর্তৃপক্ষর বরাবরে  সভাপতিকে প্রেরন করিতে অনুরোধ জানিয়ে উক্ত আল্যেচ্যের সমাপ্তি ঘটে । (সংযুক্ত ৫০টি নামের তালিকা)

 

আলোচ্য নং-০৪, সভাপতি  সাহেব সকলের উদ্দেশ্যে অতি গুরম্নত্ব দিয়ে অত্র ইউপির ২০২২-২৩ অর্থ বছরে অতি দরিদ্র কর্মসূচীর আলোকে ১ম কিসিত্মর প্রকল্প উর্দ্ধতন কর্তৃপক্ষর বরাবরে  দাখিল করিতে হইবে বলিয়া মতপোষন করেন । অতপরঃ সকল আলোচনা ও পর্যালোচনাক্রমে নিমেণর প্রকল্পটি সর্বসম্মতিক্রমে অনুমোতিদ ও গৃহিত হয় । এবং সেই সাথে ননওয়েজ প্রকল্প ও অনুমোদিত হয় ।

 

আলোচ্য নং-০৫, সভাপতি  সাহেব সকলের উদ্দেশ্যে অতি গুরম্নত্ব দিয়ে অত্র ইউপির ২০২২-২৩ অর্থ বছরের ১% ভূমি হসত্মামত্মর খাতের আলোকে প্রকল্প উর্দ্ধতন কর্তৃপক্ষর বরাবরে  দাখিল করিতে হইবে বলিয়া মতপোষন করেন । অতপরঃ সকল আলোচনা ও পর্যালোচনাক্রমে নিমেণর প্রকল্পগুলি সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহিত হয় ।

 

আলোচ্য নং-০৬  আলোচ্য সূচীর আলোকে - সভাপতি সাহেব আবারো সকলকে অত্র ইউপির স্ব-স্ব ওয়ার্ডে সকলের উদ্দেশ্যে অতি গুরম্নত্ব দিয়ে বলেন যে, মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের বরাত দিয়ে বলেন যে, কোন প্রকার ইফটিজিং এবং নারীদের সন্মান রÿার্থে সকলের একাত্বভাবে কাজ করতে হবে বলিয়া মত পোষন করেন এবং সকলে যথাযথভাবে একমত পোষন করিয়া ইহার বিহীত ব্যবস্থা গ্রহন করিবে মর্মে  এবং পরিশেষে আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

অনুলিপি সদয় অবগতির জন্য

 

 নভেম্বর মাসের সভার সিদ্ধান্তসমূহ

১। বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন।

২। ইউনিয়ন আইনশৃঙ্খলা  বিষয়ক সভা

৩। ভিজিডি ২০২৩-২৪ অর্থ বছরের জন্য  ভোক্তাদের নামের তালিকা প্রস্ত্তত করন প্রসংঙ্গে ।

৪। ২০২২-২৩ অর্থ বছরে অতি দরিদ্র কর্মসূচীর ১ম কিসিত্মর আলোকে প্রকল্প কমিটি দাখিল প্রসংঙ্গে ।

৫ । বিবিধ                                                                                                                                   

অদ্য ১৭/১১/২০২২ খ্রিঃ রোজ বৃহস্পতি বার সকাল ১০.০০ ঘটিকার সময় অত্র ৩নং রামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ একরামুল হক সাহেবের সভাপতিত্বে সভার কাজ আরম্ভ করা গেল। সভা পরিচালনা করেন ইউপি সচিব জনাব  মো: মোজাহার আলী।

আলোচ্য নং-০১, বিগত সভার কার্য বিবরনী পাঠ করে শুনানো হলো । কোন প্রকার আপত্তি না থাকায় তাহা পাঠামেত্ম অনুমোদন করা হল ।

 

আলোচ্য নং-০২, ইউনিয়ন পরিষদের সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে আলোকপাত করা হয়। স্ব-স্ব ওয়ার্ডের ইউপি সদস্যগণ,কমিউনিটি পুলিশিং সদস্যগন ও গ্রাম পুলিশগণ তাহাদের ওয়ার্ডের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবহিত করেন । কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রম্নত ইউনিয়ন পরিষদকে অবহিত করার জন্য বলা হলো।

 

আলোচ্য নং-০৩, সভাপতি  সাহেব সকলের উদ্দেশ্যে অতি গুরম্নত্ব দিয়ে অত্র ইউপির  ভিজিডি ২০২৩-২৪ অর্থ বছরের জন্য  ভোক্তাদের নামের তালিকা প্রস্ত্তত করন প্রসংঙ্গে  স্ব-স্ব ওয়ার্ড হইতে নিয়ম অনুযায়ী ২০-৫০ বছরের মধ্যে ৩০ কেজি করে খাদ্য গ্রহনের লক্ষ অনলাইনে  মহিলাদের নামের তালিকা  দাখিল করিতে হইবে বলিয়া মত পোষন করেন  অতপরঃ  সভাপতি সাহেবের বক্তব্যের স্বাগত জানিয়ে সকল সদস্য সদস্যাগন একমত পোষন করিয়া আলোচনা ও পর্যালোচনাক্রমে স্ব-স্ব ওয়ার্ড হইতে ওয়ার্ড সদস্যদের ও গন্যমান্যদের মাধ্যমে  ------নামের তালিকা  অনলাইনে নিবন্ধন করার আশ্বাস দিয়ে উক্ত আলোচ্য সমাপ্তি ঘটে  ।

 

আলোচ্য নং-০৪, সভাপতি  সাহেব সকলের উদ্দেশ্যে অতি গুরম্নত্ব দিয়ে অত্র ইউপির ২০২২-২৩ অর্থ বছরে অতি দরিদ্র কর্মসূচীর ১ম কিসিত্মর আলোকে প্রকল্প কমিটি দাখিল উর্দ্ধতন কর্তৃপক্ষর বরাবরে  দাখিল করিতে হইবে বলিয়া মতপোষন করেন । অতপরঃ সকল আলোচনা ও পর্যালোচনাক্রমে সংযুক্ত কাগজে নিমেণর প্রকল্পটির প্রকল্প কমিটি  সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহিত হয় । এবং সেই সাথে ননওয়েজ প্রকল্প ও অনুমোদিত হয় ।

প্রকল্পের নামঃ রামপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কম্পিউটার ক্রয় । ওয়ার্ড নং-১-৯